সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২০৪১ সালের আগেই উন্নত ঢাকা উপহার দেবো: তাপস

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২০ জানুয়ারি, ২০২১

২০৪১ সালের আগেই উন্নত ঢাকা উপহার দেবো বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে মতিঝিল পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা দিয়েছেন। এরই ফলশ্রুতিতে ২০৪১ সালের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা উন্নত ঢাকা উপহার দেব। ঢাকাবাসীর জন্য একটি উন্নত ঢাকা গড়ে দেব।

ঢাকাবাসীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমাদের হবে ঐতিহ্যের ঢাকা, আমাদের হবে সুন্দর-সচল ঢাকা। আমাদের হয়েছে সুশাসিত ঢাকা এবং ইনশাল্লাহ আমরা ২০৪১ সালের আগেই উন্নত ঢাকা উপহার দেব। 

দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মেয়র বলেন, ২০২১ সালে আমরা যেমন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে পেরেছি, তেমনি ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বাস্তবায়নও সম্ভব। সুতরাং ২০৪১ সালের মধ্যে নতুন প্রজন্মের জন্য আমরা একটি উন্নত বাংলাদেশ রেখে যাব। সেই উন্নত দেশের রাজধানীর নাম আমাদের প্রাণের প্রিয় ঢাকা।

এর আগে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ধাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা জিরানী খাল পরিদর্শন করেন।

একুশে সংবাদ/ অমৃ

জাতীয় বিভাগের আরো খবর