সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

একুশে সংবাদ প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৭ জানুয়ারি, ২০২১

ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বাড়লে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

কুয়াশার ঘনত্ব কমে গেলে রবিবার সকাল ৬টার দিকে ফেরি চলাচল শুরু করার কিছুক্ষণ পর কুয়াশা বেড়ে গেলে আবার বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কমলে পুনরায় ফেরি চলাচল শুরু করে।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে দুই দফায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকার ফলে নদী পারের অপেক্ষায় শত শত যানবাহন আটকা পড়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে আটকে পড়া যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারগুলো পারাপার করা হবে।

একুশে সংবাদ/ঢ/এস

জাতীয় বিভাগের আরো খবর