সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজধানীর ইব্রাহিমপুর খালের অবৈধ দখল উচ্ছেদ শুরু

প্রকাশিত: ০১:২০ পিএম, ৪ জানুয়ারি, ২০২১

আজ সোমবার (৪ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে রাজধানীর ইব্রাহিমপুর খাল পরিষ্কার ও খালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উচ্ছেদে অভিযানটি শুরু করেছে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ইব্রাহিমপুর খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিদর্শন করেন এবং উচ্ছেদের এলাকা ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এসময় মেয়র আতিক বলেন, 'খালের দায়িত্ব হাতে পাওয়ার পরই খালের অবৈধ দখল উচ্ছেদে আমরা কাজ শুরু করেছি। যত প্রভাবশালী হোক না কেন খাল দখলদার কেউ ছাড় পাবে না।' খালের পাড়ের সব বহুতল ভবন ভেঙে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

একুশে সংবাদ/কা/এআরএম

জাতীয় বিভাগের আরো খবর