সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দুর্যোগ মোকাবিলায় সারাবিশ্বে বাংলাদেশ দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৩ অক্টোবর, ২০২০

‘ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত আসবে। এগুলো মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে। সেই জন্য আমাদের প্রস্তুতিও আছে। বিভিন্ন সময়ে সাফল্যের সঙ্গে দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ সারাবিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে  প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। 

দিবসটির এবারের মূল প্রতিপাদ্য ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’। 

প্রধানমন্ত্রী বলেন, চলতি বছর করোনা মহামারির পাশাপাশি একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেছে বাংলাদেশ। তীব্র শৈত্যপ্রবাহ, গ্রীষ্মের তীব্র দাবদাহ, কয়েক দফা বন্যা, ঘূর্ণিঝড় আম্পানের পাশাপাশি বেশ কয়েক দফা ভূমিকম্পও অনুভূত হয়েছে। এমনই এক পরিস্থিতিতে আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

এ সময় সবধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। 

জাতীয় বিভাগের আরো খবর