সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লালার মাধ্যমে প্রেগন্যান্সি টেস্ট চালু

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২০ জুন, ২০২৩

ব্রিটিশ ও আইরিশ নারীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ঘরোয়া পরীক্ষা পরিবর্তিত সংস্করণ লালার মাধ্যমে প্রেগন্যান্সি টেস্ট। খবর ব্রিটিশ দৈনিক মেট্রোর।

 

এতদিন নারীদের মূত্রের (ইউরিন) নমুনা ব্যবহার করা হতো। কিন্তু নতুন ‌‘স্যালিস্টিক প্রেগন্যান্সি টেস্ট’ নামক এই পদ্ধতিতে নারীর লালা যাচাইয়ের মাধ্যমেই বলা সম্ভব তিনি গর্ভবতী কিনা।

 

জেরুজালেমভিত্তিক মেডিকেল সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি স্যালিগনোস্টিক্স নতুন এই কিটটি বাজারে এনেছে। কোম্পানির কর্মকর্তারা বলেছেন, এর আগে করোনা মহামারির সময় যে প্রযুক্তিতে কোভিড টেস্টিং কিট প্রস্তুত করে বাজারজাত করেছিল স্যালিগনোস্টিক্স; নতুন প্রেগন্যান্সি টেস্টেও সেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

 

এই গর্ভধারণ পরীক্ষাটি অনেকটা মুখে থার্মোমিটার দিয়ে জ্বর পরিমাপের মতো। টেস্টিং কিটে থার্মোমিটারের মতোই একটি নলাকৃতির অংশ রয়েছে ফোমে মোড়ানো। সেটি থার্মোমিটারের মতোই কিছুক্ষণ মুখে রাখতে হয়। এ সময় মুখ থেকে যে লালা নিঃসৃত হয় তা জমা হয় ফোমে।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

লাইফস্টাইল বিভাগের আরো খবর