সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জীবনে নানা বাধা কাটাতে লবঙ্গে মিলবে সুফল

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৩

রোজ রান্নায় ব্যবহৃত বিভিন্ন মশলার অন্যতম লবঙ্গ। এটি যে শুধুমাত্র রান্নায় স্বাদ আনে, তা নয়। এ ছাড়া, জ্যোতিষশাস্ত্র মেনে লবঙ্গ দিয়ে কিছু টোটকা করলে, দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধান পাওয়া যাবে।

 

লবঙ্গ দিয়ে কোন টোটকাগুলি করবেন?

১) কর্মে ভাল ফল পেতে, মঙ্গলবার হনুমানজির সামনে এক জোড়া লবঙ্গ প্রদীপের মধ্যে রাখুন এবং সর্ষের তেল দিয়ে সেই প্রদীপ জ্বালান। এতে শুভফল পাবেন।

 

২) আপনার জন্মছকে রাহু এবং কেতুর যদি খারাপ প্রভাব থাকে, তা হলে শনিবার নিজের সাধ্য মতো সামান্য কিছু লবঙ্গ দান করুন। একটানা ৪২ দিন এই ক্রিয়া করলে অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে।
 

৩) চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখে দুটো লবঙ্গ রেখে, তার পর পরীক্ষা দিতে যান।

 

৪) আপনি কি ঋণের টাকা ফেরত পাওয়া নিয়ে সমস্যায় পড়েছেন? তা হলে পূর্ণিমা এবং অমাবস্যার দিন ২১টি লবঙ্গ কর্পূর দিয়ে জ্বালান এবং মা লক্ষ্মীর ধ্যান করুন। এতে অর্থ ফিরে পেতে সাহায্য হবে।

 

৫) যে কোনও কাজে বাইরে যাওয়ার সময়ে নিজের কাছে কয়েকটি লবঙ্গ রেখে দিন। কাজে সাফল্য পাবেন।

 

৬) বাড়ির পরিবেশ সুখ-শান্তিতে ভরিয়ে রাখতে, বাড়িতে লবঙ্গের চারা লাগান।

 

৭) জীবনের নানা সমস্যার সমাধান পেতে মহাদেবকে লবঙ্গ অর্পণ করুন।

 

৮) বাড়িতে রোজ অশান্তি লেগে থাকলে শনিবার কর্পূরের সঙ্গে লবঙ্গ মিশিয়ে জ্বালান। তবে অবশ্যই এই ক্রিয়াটি ঘরের বাইরে করবেন।

 

৯) আর্থিক উন্নতি পেতে একটি পানের মধ্যে দু’টি লবঙ্গ, একটি এলাচ ও একটি গোটা সুপারি গণেশের চরণে অর্পণ করুন।

 

১০) আপনি যদি চান বাড়িতে শুভ শক্তি বিরাজ করুক, তা হলে প্রতি দিন প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে তার পর জ্বালুন। বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে গিয়ে শুভ শক্তির আগমন ঘটবে।

একুশে সংবাদ/আ/ সম 

লাইফস্টাইল বিভাগের আরো খবর