সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘরোয়া স্বাদে আমসত্ত্ব তৈরির সহজ রেসিপি 

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২২ মে, ২০২২
ছবি: সংগৃহীত

কাঁচা বা পাকা আম দিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আমসত্ত্ব। শুধু বাংলাদেশেই নয় ভারতেও আমসত্ত্বের কদর অনেক। বিশেষ করে শিশুদের কাছে এটি খুব পছন্দের একটি খাবার। ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারবেন মজাদার আমসত্ত্ব। আমসহ সামান্য কিছু উপকরণ হাতের কাছে থাকলেই তৈরি করে নেওয়া যায় আমসত্ত্ব।

তাহলে চলুন জেনে নেয়া যাক কাঁচা আমের আমসত্ত্ব তৈরির রেসিপি-

উপকরণ:
১. কাঁচা আম ২টি
২. চিনি ১ কাপ
৩. বিট লবণ আধা চা চামচ
৪. তেজপাতা ১টি
৫. কাঁচা মরিচের গুঁড়ো আধা চা চামচ
৬. পাঁচ ফোড়ন, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা ১ চিমটি
৭. পানি পরিমাণমতো

পদ্ধতি:
প্রথমে আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। তারপর সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বেশি পানি যেন না থাকে। গরম থাকাকালীন একটি ঝাঝরির সাহায্যে সেদ্ধ আমগুলো ম্যাশ করে নিন।তারপর একটি প্যান গরম করে তাতে সেদ্ধ আমের পাল্প ও চিনি ঢেলে দিন। ভালো করে নেড়েচেড়ে বাকি সব শুকনো উপকরণগুলো দিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে হবে। এবার একটি স্ট্রিলের বড় প্লেটে সরিষার তেল মাখিয়ে রাখুন।নাড়তে নাড়তে যখন দেখবেন আমসত্ত্বের মিশ্রণ খুন্তির সঙ্গে একেবারে লেগ থাকবে বা আঁঠালোভাব হবে; তখন নামিয়ে নিন।তারপর প্যান থেকে প্লেটে ঢেলে নিন। প্লেটটি ধরে একটু ঘুরিয়ে নিন, যাতে যাতে সমানভাবে ছড়ায়।

এবার কড়া রোদে রেখে টানা ২দিন শুকিয়ে নিতে হবে। ২দিন পর দেখবেন আমসত্ত্বের রং অনেকটা কালচে খয়েরি হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে কেটে একটি কাচের পাত্রে সংরক্ষণ করুন। দীর্ঘদিন ভালো রাখতে মাঝে মধ্যে রোদে দিতে হবে আমসত্ত্ব।

 

 

 

একুশে সংবাদ/ঢা.পো/এস.আই

 

লাইফস্টাইল বিভাগের আরো খবর