সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মেহেদির রং গাঢ় করবেন যেভাবে

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:০৬ পিএম, ৩০ এপ্রিল, ২০২২
ছবি: সংগৃহীত

ঈদ বা বিয়ের অনুষ্ঠান এলেই মেহেদি লাগানোর হিড়িক পড়ে যায়। হাত ও পায়ে বিভিন্ন ডিজাইনের মেহেদি লাগানো হয়। অনেক সময় দেখা যায় শখের মেহেদি লাগানোর পর ভালো রং হয় না, আর তখন মন খারাপ হয়ে যায়। তাই মেহেদি পরার আগে কয়েকটি বিষয় জানা খুব জরুরী। জেনে নেই মেহেদি রং গাঢ় করার কৌশল-

-গাঢ় রং পেতে উৎসব বা অনুষ্ঠানের ২৪ বা ৪৮ ঘণ্টা আগে মেহেদি ব্যবহার করুন এবং ৭-১২ ঘণ্টা মেহেদি হাতে রাখলেই পাবেন গাঢ় রং।

-মেহেদি কিছুটা শুকানোর পর একটি তুলোর বল লেবুর রস ও চিনির মিশ্রণে ডুবিয়ে ব্যবহার করুন। তারপর মেহেদি পুরোপুরি শুকিয়ে গেলে এটি ঘঁষে তুলে ফেলুন। তবে লেবু ও চিনির দ্রবণ অতিরিক্ত ব্যবহার করবেন না।

-সরিষার তেল ব্যবহার করুন মেহেদির স্থানে। তারপর একটি ব্যান্ডেজ দিয়ে স্থানটি ঢেকে ঘুমিয়ে পড়ুন রাতে। সকালে দেখবেন মেহেদির রং অনেকটাই গাঢ় হয়েছে।

- সাবান পানি দিয়ে মেহেদি তুলবেন না। এমনকি মেহেদি তুলার কমপক্ষে ১২ ঘণ্টা ওখানে পানি লাগাবেন না।

একুশে সংবাদ/জ/রখ

লাইফস্টাইল বিভাগের আরো খবর