সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পুড়িয়ে ফেলা হলো ১০ হাজার মিটার চায়না জাল

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ২৪ জুন, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় র‍্যাব ৮ অভিযান চালিয়ে চায়না জাল জব্দ করেছেন। আজ বৃহস্পতিবার উপজেলার কালিগঞ্জ বাজারের পঞ্চিম পাশ থেকে ১০হাজার মিটার চায়না জাল জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ গাপালগঞ্জ জেলা প্রশাসণ কার্যালয়, মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০অনুযায়ী ভ্রাম্যমান আদালত বসিয়ে একজনকে ১০হাজার টাকা জরিমানা করেন ও চায়না জাল গুলো পুড়িয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।

এসময় র‍্যাব ৮ এর অতিরিক্ত পুলিশ সুপার জমিরউদ্দিন আহম্মদ ও কোটালীপাড়া মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান প্রধান উপস্থিত ছিলেন ।

এরপর চায়না জাল গুলোর জনসমক্ষেপুড়িয়ে ফেলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ ইউসুফ বলেন,চায়না জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩লক্ষ টাকার মত।
 

 

একুশে সংবাদ/বর্ণিক/ব 

আইন আদালত বিভাগের আরো খবর