সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আমেরিকার চাপে বড় লোকসানের মুখে অ্যাপল

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২২ মার্চ, ২০২৪

ইউরোপ ও আমেরিকার চাপে বড় লোকসানের মুখে পড়ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ইনকর্পোরেটেড। অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে আমেরিকা সরকার। মামলার খবরে বৃহস্পতিবার (২২ মার্চ) অ্যাপলের শেয়ারের ৪ দশমিক ১ শতাংশ দরপতন হয়েছে। ফলে বাজারমূল্য কমেছে ১১ হাজার ৩০০ কোটি ডলার।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ। মামলা চালিয়ে নিতে ১৬ সদস্যের আইনজীবী দল গঠন করেছে সরকার। সেই দলের প্রত্যেকেই এক একটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল।

অভিযোগপত্রে বলা হয়েছে, কৌশল এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্মার্টফোনের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার ও বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে অ্যাপল। কোম্পানিটি স্মার্টফোনে এমন কিছু নিয়ম চালু রেখেছে, যার কারণে অ্যাপের বাজারের অন্য প্রতিযোগীরা টিকতে পারছে না।

এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম ভাঙার জন্য ১৮৪ কোটি ইউরো (২০০ কোটি ডলার) জরিমানা করা হয়েছে অ্যাপলকে। নিজস্ব অ্যাপ স্টোরে বিভিন্ন মিউজিক স্ট্রিমিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগে এই জরিমানা করা হয়েছে।

 

একুশে সংবাদ/সা.আ

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর