সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তীব্র তাপমাত্রায় পুড়ছে দিল্লি

একুশে সংবাদ প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৬ মে, ২০২২

 

 

ভারতের রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশে বইছে তীব্র দাবদাহ। রোববার (১৫ মে) ৪৯ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে দেশটির সর্বদক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বর্ষণ চলছে। রাজ্যটির পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ।

 

সোমবার (১৬ মে) ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, রোববার রাজধানীতে তাপমাত্রা পৌঁছেছে ৪৯ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর মুঙ্গেশপুর ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহরে তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৯ দশমিক ২ এবং ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মে মাসে বান্দায় এটি রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। এ জেলায় আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

যদিও ভারতের উত্তরাঞ্চলে তীব্র দাবদাহ বইছে, অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলে দেওয়া হয়েছে ভারি বৃষ্টির সতর্কতা, বিশেষ করে কেরালা ও লাক্ষাদ্বীপে।

 

একুশে সংবাদ.কম/ঢ.ব/জা.হা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর