সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বব্যাপী করোনায় একদিনেই মৃত্যু প্রায় সাড়ে ৫ হাজার 

একুশে সংবাদ প্রকাশিত: ১১:১১ এএম, ২৮ নভেম্বর, ২০২১

মহামারি করোনার তাণ্ডবে এখনো টালমাটাল বিশ্ব। দিন দিন যেন আরও ভয়ংকর হয়ে উঠছে প্রাণঘাতী এই ভাইরাস। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যু। আক্রান্তও হচ্ছে লাখ লাখ মানুষ। 

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ৫২ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে সারাবিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ১৩ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ। 

রবিবার (২৮ নভেম্বর) বিশ্বে করোনায় আরও পাঁচ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও চার লাখ ৮১ হাজার ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন তিন লাখ ৭০ হাজার ৯৮৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে  ২৬ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৫০৭ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে  ৫২ লাখ ১২ হাজার ৩৪১    জনের। সুস্থ হয়েছেন ২৩ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৭৫৯ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন চার কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৬৯৫ জন এবং মারা গেছেন সাত লাখ ৯৯ হাজার ৩১২ জন। 

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৪৫ লাখ ৭১ হাজার ৩৬৮ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৬৭ হাজার ৯৭৯ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৪ হাজার ২৩৬ জনে। করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮৬৩ জন।  

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য,পঞ্চম রাশিয়া, ষষ্ঠ তুরস্ক, সপ্তম ফ্রান্স , অষ্টম ইরান, নবম  জার্মানি, দশম আর্জেন্টিনা।

সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ   ৭৫ হাজার ৫৭৯ জনে। এর মধ্যে মারা গেছেন  ২৭ হাজার ৯৭৫ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন। 


একুশে সংবাদ/জা/তাশা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর