সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সাবমেরিন থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরিক্ষা

একুশে সংবাদ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২১ অক্টোবর, ২০২১

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নিন্দার কবলে পড়েছে উত্তর কোরিয়া। তার কারন সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।

বুধবার (২০ অক্টোবর) জরুরি নিরাপদ পরিষদের বৈঠকে এই তিন দেশের রাষ্ট্রদূতরা নিন্দা জানিয়েছেন।

এই সময় তারা উত্তর কোরিয়ার কর্মকাণ্ডকে উসকানি হিসেবে অভিহিত করেন।

এই বিষয়ে, নিরাপত্তা পরিষদে বলা হয়েছে, উত্তর কোরিয়া ‘নতুন ধরনের’ সামবেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। এর মাধ্যমে তারা ‘উসকানি’ ছড়িয়ে দিতে চাইছে।

উক্ত সভায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চীন ও রাশিয়া কোনো মন্তব্য করেনি। তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে জানানো হয়নি।

এর আগে বুধবার জাপানের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একদিন পরই এবার সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া।

একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো পিয়ংইয়ংকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

বুধবার, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করে পিয়ংইয়ং।

একুশে সংবাদ/রাফি

আন্তর্জাতিক বিভাগের আরো খবর