সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ষাটোর্ধ্ব বয়সীদের বুস্টার ডোজ দেবে সৌদি

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২১

সৌদি আরবে করোনার টিকার বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) দেওয়া হবে ৬০ বছরের বেশি বয়সীদের।

রোববার (২৬ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেন।
 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ আল-আবদ আল-আলির বরাতে আরব নিউজের খবরে বলা হয়েছে, বর্তমানে আমরা বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। দ্বিতীয় ডোজ নেওয়ার পর যারা আট মাস পার করেছে তাদেরকেই কেবল বুস্টার ডোজ দেওয়া হবে।
 
করোনাভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
 
এর আগে দেশটিতে যারা দীর্ঘমেয়াদি কিডনি রোগে ভুগছেন অথবা ঝুঁকিতে আছেন তাদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়।

এখন পর্যন্ত সৌদি আরব চার কোটিরও বেশি ডোজ টিকা দিয়েছে। এর মধ্যে প্রায় এক কোটি ৮৩ লাখ মানুষকে টিকার পূর্ণ ডোজ দেওয়া হয়েছে।
 
ড. মোহাম্মদ আল-আবদ আল-আলি সবাইকে যত দ্রুত সম্ভব টিকার পূর্ণ ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
 
বিশ্বব্যাপী করোনার আপডেট রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৯২৬ জন এবং প্রাণ হারিয়েছে ৮ হাজার ৬৯৯ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে পাঁচ লাখ ৩৫ হাজার ৯৫০ জন।


একুশে সংবাদ/স/তাশা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর