সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে ৬ মাসে সর্বনিম্ন সক্রিয় রোগী

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২১

ভারতে মৃত্যু ও সংক্রমণ বাড়া-কমার মধ্য দিয়েই চলছে। কিছুদিন ধরে ভারতে মৃত্যু ও সংক্রমন কম ছিল। টানা তিন দিন ৩০ হাজারের নিচে রয়েছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ। পাশাপাশি দৈনিক মৃত্যুও ৩০০ এর নিচে রয়েছে।  সেই সাথে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। তবে ডেল্টা ভেরিয়েন্টের উদ্বেগ এখনো রয়েই গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আরও ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২৬ হাজার ৪১ জনের দেহে। 

এ নিয়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৭৮৬ জন। আর মৃতের সংখ্যা  ৪ লাখ ৪৭ হাজার ১৯৪। 

এদিকে ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।

এই মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ৬২০।

একুশে সংবাদ/স/তাশা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর