সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতে কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

একুশে সংবাদ প্রকাশিত: ১২:২০ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২১

ভারতে মৃত্যু ও সংক্রমণ বাড়া-কমার মধ্য দিয়েই চলছে। কিছুদিন ধরে ভারতে মৃত্যু ও সংক্রমন কম ছিল কিন্তু এখন আবার মৃত্যু বেড়েছে। তবে বেড়েছে সুস্থতার ,কমেছে সংক্রমন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে শতাধিক। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। ডেল্টা ভেরিয়েন্টের উদ্বেগ এখনো রয়েই গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আরও ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২৫ হাজার ৪০৪ জনের দেহে। 

এ নিয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৫৭৯  জন। আর মৃতের সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ২১৩। 

তবে দৈনিক সুস্থতা বেড়েছে ও সংক্রমণ কমেছে । ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশী মানুষ। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৭ হাজার ১২৭ জন মানুষ। এই মুহূর্তে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ২০৭।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ।গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণের হার  ১ দশমিক ৭৮ শতাংশ।

একুশে সংবাদ/ঢা/তাশা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর