সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চুক্তি লঙ্ঘন করে ভারতের সমুদ্রসীমায় মার্কিন যুদ্ধজাহাজ

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৩২ পিএম, ৯ এপ্রিল, ২০২১

ভারত ও যুক্তরাষ্ট্র সমুদ্রপথে শক্তি বৃদ্ধির জন্য জোট বাঁধছে। বিশেষ করে চীন বিরোধী চার শক্তিধর রাষ্ট্রের জোটে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু এখন ভারতই। সেই মুহূর্তেই মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তুললো।

জানা গেছে, ভারতের অনুমতি ছাড়াই লক্ষদ্বীপের কাছাকাছি ঢুকে পড়ে মার্কিন নৌবাহিনীর মিসাইল বিধ্বংসী যুদ্ধজাহাজ, যে ঘটনাকে আন্তর্জাতিক চুক্তিবিরোধী বলেই ব্যাখ্যা করা হচ্ছে।

তবে আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ হয়নি বলে দাবি আমেরিকার। এ নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। 

উল্লেখ্য, গত ৭ এপ্রিল লক্ষদ্বীপের ১৩০ নটিক্যাল মাইলের (২২৪ কিলোমিটার) মধ্যে ঢুকে পড়ে আমেরিকার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার 'ইউএসএস জন পল জোনস'। 

একুশে সংবাদ/বা/আ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর