সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিয়ানমারে বিক্ষোভে ফের গুলি, নির্যাতন হলে বিস্ফোরণের হুমকি

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২ মার্চ, ২০২১

মিয়ানমারের সড়কজুড়ে গত রবিবার চলেছে রক্তের হলি খেলা। সামরিক অভ্যুত্থানের পর গত এক মাসে সবচেয়ে রক্তাক্ত দিনটি ছিলো সেদিন। গণতন্ত্র ফিরিয়ে আনার চলমান বিক্ষোভ প্রতিহত করতে সেখানে অবাধে চলে পুলিশের গুলি। নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এদিকে আজও (মঙ্গলবার) বিক্ষোভকারীদের ওপর গুলির ঘটনা ঘটেছে। গুলিতে অন্তত চারজন আহত হয়েছেন।

প্রতিবাদকারীরা পুলিশের দিকে বিভিন্ন জিনিস ছুড়ে মেরেছে। নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেছেন, তাজা গুলিতে চার জন আহত হওয়ার পাশাপাশি পুলিশের রবার বুলেটে আরও বেশ কয়েকজন জখম হয়েছেন।

এছাড়া দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের বিভিন্ন অংশেও বিক্ষোভ হয়েছে। কয়েকশ' প্রতিবাদকারী ব্যারিকেডের পেছনে অবস্থান নিয়ে সামরিক শাসন বিরোধী শ্লোগান দেয়। তাদের অনেকের মাথায় শক্ত টুপি ও হাতে নিজেদের বানানো ঢাল ছিল।

তারা বলেছেন, আমাদের নির্যাতন করা হলে বিস্ফোরণ ঘটবে। আমাদের আঘাত করা হলে পাল্টা আঘাত হানা হবে। নগরীর চারটি পৃথক অংশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্টান গ্রেনেড ছোড়ে। তবে এখানে কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সু চির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয়লাভ করে।

তবে এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সু চি সরকারকে হটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার হন সু চিসহ তার দলের শীর্ষস্থানীয় নেতারা। এরপর থেকেই রাজপথে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমাতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনাসদস্য মোতায়েন ও বলপ্রয়োগের ঘটনা ঘটছে।

একুশেসংবাদ/অমৃ

আন্তর্জাতিক বিভাগের আরো খবর