সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত ১৮

একুশে সংবাদ প্রকাশিত: ১১:২৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
ছবি সংগৃহীত

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে সরকারি বাহিনীর গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। অভ্যুত্থানের পর এটিই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

রোববার (২৮ ফেব্রুয়ারি)  চলমান বিক্ষোভে ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে দেশটির পুলিশ।

জাতিসংঘ মানবাধিকার দফতর জানিয়েছে, রোববার দেশটির বিভিন্ন স্থানে পুলিশ এবং সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে।

প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্য অনুযায়ী, এদিনের অন্তত ১৮ জন নিহত এবং কমপক্ষে ৩০ জনের বেশি আহত হয়েছে।

দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাসও নিক্ষেপ করেও ব্যর্থতার পর পুলিশ সরাসরি গুলি চালায়।

ইয়াঙ্গুন, দাওয়েই ও মান্দালয় শহরে এসব হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর