সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা 

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৭ জানুয়ারি, ২০২১

আফগানিস্তানের কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। ওই দুই বিচারক গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন। এমন সময় তাদের গুল করে হত্যা করা হয়।

রবিবার ভোরে কাবুলের কালা-ই-ফাতুল্লাহ এলাকায় এই গুলির ঘটনা ঘটে। এতে তাদের গাড়িচালক আহত হয়েছেন। এখনো কেউ এই ঘটনার দ্বায় স্বীকার করেনি।

এর আগেও দেশটিতে বেশ কয়েকজন সাংবাদিক,অধিকারকর্মী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। সর্বশেষ হত্যা করা হলো শীর্ষ আদালতের দুই নারী বিচারক কে।

এমন ঘটনাটি তখনই ঘটলাে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে আরও সেনা সরিয়ে নিলেন। দেশটিতে এখন আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে।

সম্প্রতি ধারাবাহিকভাবে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এই হামলার জন্য তালেবানকে দায়ী করা হয়। তবে তালেবান এসব হামলার কথা অস্বীকার করেছে।

দেশটিতে শান্তি ফেরাতে কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা চালাচ্ছে তালেবান ও আফগান সরকার। 

একুশে সংবাদ/ ড/এস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর