সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জেদ্দায় ফ্রান্সের কূটনৈতিকদের লক্ষ্য করে বোমা হামলা

প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১১ নভেম্বর, ২০২০

সৌদি আরবের জেদ্দায় বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার এ হামলার ঘটনাটি ঘটে। দেশটিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিহত অমুসলিম সেনাদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছে বলে জানা গেছে।

এ অনুষ্ঠানটি প্রতিবছরই আয়োজিত হয়ে থাকে। হামলার সময় অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে উঠে এসেছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, সেখানে ইউরোপের বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্সের প্রতিনিধিদের লক্ষ্য করেই ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) সাহায্যে এ হামলা চালানো হয়েছে। সেখানে বহু মানুষ আহত হয়েছে।

ফ্রান্স এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছে এবং দেশটিতে অবস্থানরত তাঁর নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে। তবে হামলা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষ বা তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে এ বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

একুশে সংবাদ/কা/সটি/এআরএম

আন্তর্জাতিক বিভাগের আরো খবর