সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইন্টারনেট না থাকলেও চলবে হোয়াটসঅ্যাপ

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১৯ পিএম, ৮ জানুয়ারি, ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারে ইন্টারনেট সংযোগ অত্যাবশ্যক। তবে এই সমস্যা কাটিয়ে উঠবে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটির। টেকরাডারের খবরের বলা হয়েছে, প্রক্সি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে।

 

নতুন এই ফিচারের কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও যোগাযোগ অব্যাহত রাখতে পারবেন।

 

মেসেজিং প্লাটফর্মটির কর্তৃপক্ষ জানিয়েছে,  ইরানে যে ব্ল্যাকআউট হয়েছে সে রকম কিছু যেন অন্য কোথাও আর না হয়। দেশটি মানবাধিকার লঙ্ঘন করে জনগণের জরুরি সহায়তা পাওয়ার সম্ভাব্য রাস্তা বন্ধ করে দিয়েছে। নিজস্ব প্রক্সি সার্ভার চালুর পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সার্ভার উন্মুক্ত করার মাধ্যমে অবাধ যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এছাড়া এ ফিচার বা সুবিধাটি কীভাবে ব্যবহার করা যায় সে-সম্পর্কিত নির্দেশনা দেয়ার কথাও জানিয়েছে।

 

যেভাবে ব্যবহার করবেন:

এই সময়ের প্রতিবেদনে  বলা হয়েছে, শুরুতেই Windows কম্পিউটারে Microsoft Store ওপেন করে WhatsApp ইনস্টল করুন। এর পরে এই অ্যাপ কম্পিউটারে ওপেন করলে স্ক্রিনে একটি QR কোড দেখতে পাবেন। এই কোড ফোন থেকে স্ক্যান করতে হবে। এই জন্য ফোনে WhatsApp ওপেন করে ডান দিকে উপরে 3 ডট মেনি থেকে Linked Devices অপশন সিলেক্ট করুন। এবার Link a device অপশন সিলেক্ট করলে ফোনে ক্যামেরা ওপেন হবে। এবার স্ক্যান করতে হবে কম্পিউটার ডিসপ্লের QR কোড। এই কোড স্ক্যান করলে কম্পিউটারে লগ ইন হবে আপনার WhatsApp অ্যাকাউন্ট। একবার লগ ইন হয়ে গেলে ফোনে ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক নয়। শুধু কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে WhatsApp। তবে QR কোড স্ক্যান করার সময় ফোন ও কম্পিউটার উভয় ডিভাইসেই সক্রিয় ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক।

 

নতুন এই ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করবে।প্রক্সি সার্ভারের মাধ্যমে মেসেজ আদান-প্রদান বা যোগাযোগের সময় হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা একইভাবে কার্যকর থাকবে। দুইজন ব্যবহারকারী যখন কথা বলবে সেটি যেন তৃতীয় কারো কাছে না যায় তাও নিশ্চিত করবে মেটা মালিকানাধীন এ প্লাটফর্ম।

 

জানা গেছে, ইরানসহ যেসব দেশের অধিবাসী ইন্টারনেট ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা চালু আছে, প্রক্সি সার্ভার ব্যবহারের মাধ্যমে তারা স্বাভাবিক ইন্টারনেট সংযোগও ফিরিয়ে আনতে পারবে।

 

একুশে সংবাদ/এসএপি

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর