সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ক্যাবল টিভি ফিড অপারেটরের সহযোগিতা কামনা

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৭ নভেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্টণায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যেগকে স্বাগত জানিয়েছেন ঢাকা মহানগর ক্যাবল টিভি ফিড অপারেটরস। আর উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতা চেয়েছে এই সংগঠনটি।

আজ (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই সহযোগিতার কথা জানানো হয়।

মানববন্ধনে বলা হয়, ডিজিটালাইজেশনের পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়ন করতে হলে সরকারকে অপারেটর অথবা ডিস্ট্রিবিউটরদের সহযোগিতা করতে হবে। আর এই সহযোগিতার জন্য প্রয়োজন সেট টপ বক্সের ন্যায্য ক্রয় মূল্য নির্ধারণ করা, ফিড অপারেটরদের চাহিদা অনুযায়ী সেট টপ বক্স পাওয়ার নিশ্চয়তা প্রদান করা, ক্যাবল টিভি খাতকে শিল্প ঘোষণা করা, ব্যাংক ঋণের সুবিধার ব্যবস্থা করা, ডিস লাইনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বেস্ট টিভি ক্যাবল নেটওয়ার্কের আহ্বায়ক মো. নুরুল আমিন চৌধুরী, নকশি ভিশনের যুগ্ম আহ্বায়ক সেলিম আল মাহবুব রাজু, গ্যালাক্সি ক্যাবল নেটওয়ার্কের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ প্রমুখ।

একুশে সংবাদ/রাফি/বাবু

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর