সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ফেসবুকের পাবলিক পেজে আর থাকছে না ‘লাইক’ বাটন

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:১৫ পিএম, ৭ জানুয়ারি, ২০২১

ফেসবুকের পাবলিক পেজে লাইক দেয়ার বাটন আর থাকছে না। বুধবার এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

ফেসবুক বলছে, ‘আমরা লাইক বাটন সরিয়ে দিচ্ছি। গুরুত্ব দেয়া হচ্ছে ফলোয়ারদের দিকে। আরও সহজে যোগাযোগের কথা চিন্তা করে এমন পরিবর্তন আনা হচ্ছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন যেমন পেজে লাইক দিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য পাওয়া যায়, নতুন করে সাজানোর পর তা আর থাকছে না। তবে সেক্ষেত্রে যে ব্যক্তি যে পেজের ফলোয়ার, সেই পেজে লাইক দেয়া না থাকলেও তিনি সেই পেজের তথ্য পাবেন।

ফেসবুক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পাবলিক পেজে শুধু ফলোয়ার সংখ্যা দেখা যাবে। তবে নিউজ ফিডে আগের মতই নিজের মতামত শেয়ার করা যাবে। 

একুশে সংবাদ/জ/এস

তথ্য-প্রযুক্তি বিভাগের আরো খবর