সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৭২

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৪ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও গত ২৪ ঘণ্টায় সারা দেশে একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে নতুন কওরে ভর্তি হয়েছেন ৭২ জন।

শনিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২ জন এবং ঢাকার বাইরের ৪০ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ২১ হাজার ৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৯৭৩ জন। আর ২ লাখ ১১ হজার ১০০ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩ লাখ ১৮ হাজার ৬৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৭০৩ জনের।

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

স্বাস্থ্য বিভাগের আরো খবর