সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ৮৫৯

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৩ নভেম্বর, ২০২২

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ২০২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ১৮৯ জন।

 

রবিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪২৬ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৩ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮৮৫ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৩০৪ জন।

 

১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ১৩৮ জন।

 

একুশে সংবাদ/প্রে.বি/পলাশ

স্বাস্থ্য বিভাগের আরো খবর