সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আরো ১৫ লক্ষ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ৮ আগস্ট, ২০২২

 

৫-১১ বছর বয়সী শিশুদের জন্য যুক্তরাষ্ট্র ফাইজারের আরও ১৫ লক্ষ ডোজ টিকা দিয়েছে। সোমবার (৮ আগস্ট) এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান দূতাবাস।

 

এর আগে যুক্তরাষ্ট্র কোভ্যাক্স’র মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে শিশুদের জন্য তৈরী ফাইজারের ১৫ লাখ ডোজ কোভডি- ১৯ টিকা অনুদান দিয়েছে।

 

এর মাধ্যমে যুক্তরাষ্টের মোট টিকা অনুদানের পরমিাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৫০ লক্ষ ডোজেরও বেশি।

 

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোভিড-সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৪০ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে।

 

একুশে সংবাদ.কম/জা.হা

স্বাস্থ্য বিভাগের আরো খবর