সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সেপ্টেম্বরেই দেওয়া হবে কোটি টিকা

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২১

আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে  ক্যাম্পেইনের আওতায় এক কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ফাইজারের ৬০ লাখ টিকা পাওয়ার পাশাপাশি নতুন করে আরও ৭১ লাখ টিকা পাব। দুই দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গতরাতে সিনোফার্মের নতুন করে ৫০ লাখ টিকা এসেছে, সামনে আরও আসবে। ফলে আবারও ক্যাম্পেইনের মাধ্যমে কোটি টিকা দেওয়া হবে। এছাড়া বর্তমান টিকাদান কর্মসূচিও চলমান থাকবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ অধ্যাপকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কর্মীগন।

একুশে সংবাদ/বাবু

স্বাস্থ্য বিভাগের আরো খবর