সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

করোনাভাইরাস চোখের ক্ষতির কারণ:  গবেষণা

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:২৭ এএম, ২২ ফেব্রুয়ারি, ২০২১
ফাইল ছবি

করোনার উপসর্গ হচ্ছে জ্বর, কাশি, মাথাব্যথা, খাবারের স্বাদ ও ঘ্রাণ না পাওয়া ও অবসন্নতা ইত্যাদি। তবে এই ভাইরাসটিতে আক্রান্ত হলে চোখের সমস্যাও দেখা দিতে পারে।

মেডিকেল জার্নাল রেডিওলজিতে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা অনুসারে, করোনাভাইরাস চোখের অনেক ধরনের ক্ষতি করতে পারে। এছাড়া চোখের অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে।

ফরাসী সোসাইটি অব নিউরোলোজির বিশেষজ্ঞরা  জানিয়েছেন, তারা করোনা আক্রান্ত ১২৯ জন রোগীর এমআরআই স্ক্যান করেছিলেন। যাদের মধ্যে ৯ জনের চোখের অস্বাভাবিকতার লক্ষণ দেখা যায়। এমআরআই অনুসারে তাদের চোখের পিছনে "নোডুলস" নামক অস্বাভাবিকতা দেখা যায় যা চোখের প্রদাহ সৃষ্টি করে।

এই সমীক্ষায় করোনা আক্রান্ত সমস্ত ব্যাক্তিদের চোখের স্ক্রিনিংয়ের পরামর্শ দিয়েছে। এর মধ্যে একটি এমআরআই এবং অন্যটি ফান্ডোস্কোপি অন্তর্ভুক্ত।

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

স্বাস্থ্য বিভাগের আরো খবর