সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্য সচেতনতা সত্ত্বেও কী করে সৌরভের হার্টের ধমনীতে ব্লকেজ? কি বলছেন  বিশেষজ্ঞরা?

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১২ জানুয়ারি, ২০২১

আটচল্লিশ বছর বয়সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের  হার্টের তিনটি ধমনীতে ধরা পড়েছে ব্লকেজ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০০৮ সালে। IPL খেলেছেন ২০১২ পর্যন্ত। তারপর খেলা ছাড়লেও শরীরচর্চা ছাড়েননি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট প্রশাসকের চেয়ারে বসার পর, শত ব্যস্ততার মধ্যেও জিমে যেতেন। স্বাস্থ্যসচেতন হওয়া সত্ত্বেও এমনটা ঘটল কী করে? চিকিৎসকদের মতে, এধরনের সমস্যা একদিনে হয় না। অনেকদিন ধরে একটু একটু করে তা তৈরি হয়। তাই ঝুঁকি এড়াতে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা (Regular Health Check-ups) করানো উচিত।

উল্লেখ্য, সৌরভ জানুয়ারির ২ তারিখে হঠাৎ অসুস্থ হয়ে কলতাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন তিনি সুস্থ্য আছেন।


একুশে সংবাদ/এ/আ

স্বাস্থ্য বিভাগের আরো খবর