সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দারাজে শুরু হয়ে গেল বিগেস্ট ওয়ান ডে সেল

একুশে সংবাদ প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১১ নভেম্বর, ২০২১
ছবি: একুশে সংবাদ

শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত সর্ববৃহৎ ওয়ান-ডে সেল ১১.১১। বিশাল ছাড়, পুরষ্কার ও আকর্ষণীয় অফারের সাথে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ও আলীবাবা গ্রুপের অঙ্গসংগঠন দারাজ বাংলাদেশ এ বছর চতুর্থবারের মতো আয়োজন করলো এই ১১.১১ ক্যাম্পেইন। 

পুরো বিশ্বের পাশাপাশি বৃহত্তম এই শপিং ফেস্টিভালটি আয়োজিত হচ্ছে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে যেখানে দারাজের কার্যক্রম রয়েছে, যথা - বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার ও পাকিস্তান। 
১১.১১ ক্যাম্পেইনের আওতায় দারাজ বিভিন্ন রকমের ভাউচার, সেরা ডিল, ফ্ল্যাশ সেল এবং অন্যান্য অনেক আকর্ষণীয় ফিচার উপভোগের সুযোগ দিচ্ছে। 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আজ রাত ১২ টায় চ্যানেল আই এর “দারাজ ১১.১১ শো” তে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ২ কোটি ৫০ লাখেরও বেশি পণ্যে বিশেষ ছাড় দেয়ার মাধ্যমে ক্রেতাদের চমৎকার কেনাকাটার অভিজ্ঞতা দেবে এই ওয়ান-ডে সেল ইভেন্ট। 

উল্লেখযোগ্য আকর্ষণের মধ্যে রয়েছে মিস্ট্রি বক্স, সারপ্রাইজ ভাউচার, শেক শেক, সেলার ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল  এবং  ১১’ও ক্লক ডিল।

একুশে সংবাদ/আল-আমিন 
 

ফিচার বিভাগের আরো খবর