সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রিক্সাময় ঢাকা

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৫ মার্চ, ২০২১

ঢাকার রাস্তায় বের হলে রিক্সা দেখা যাবে না তা হতেই পারে না। রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে নিম্নবিত্ত অনেক মানুষ। অনেকের নিজের রিক্সা আছে আবার অনেকে ভাড়া করে এনে রিক্সা চালায়।

ঢাকার রাস্তায় রিক্সা চালক হিসেবে যুবক থেকে শুরু করে বৃদ্ধদেরও দেখা মেলে। ঢাকায় অপরিচিত সবাইকে মামা ডাকা হয়। বিশেষ করে রিক্সাওয়ালাদের। রাস্তায় এই রিক্সাওয়ালাদের অনেকটা আধিপত্যই চলে বলতে গেলে। গতিময় এই জীবন সংগ্রামে বেচে থাকতে রিক্সাকে অবলম্বন হিসেবে নেয় অনেকেই।

অনেক সময় দেখা যায় পরিবারে অভাবের কারনে বৃদ্ধ বয়সেও অনেকে রিক্সা নিয়ে বের হন। দেখলেই বোঝা যায় তাদের জীবনীশক্তি কতটা শশক্তিশালী, তা না হলে যে সময় তাদের বাড়িতে বসে আরাম করার কথা তখন কিনা তারা রিক্সা নিয়ে জীবিকার টানে রাস্তায়।

ঢাকার রাস্তায় রিক্সাওয়ালাদের আধিপত্য থাকলেও তাদেরকে সইতে হয় বহু বঞ্চনা, ধিক্কার। ভাড়া বেশি চাইলেই শুরু হয়ে যায় ঝগড়া, প্রধান রাস্তায় গেলেই পুলিশি বাধা, অনেক সময় জরিমানাও গুনতে হয়।

আমাদের জীবনে রিক্সার ভুমিকা অনেক বেশি। সাধারণ কাজে এবং স্বল্প দুরত্বের জন্য রিক্সা অপরিহার্য। 
ঢাকার রাস্তা রিক্সাময় বললেও ভুল হয় না। রিক্সা ছাড়া রাস্তা জীবনহীন।


একুশে সংবাদ/ ই,হ / এস

ফিচার বিভাগের আরো খবর