সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তাপমাত্রা অপরিবর্তীত থাকবে: ঝড়-বৃষ্টি হতে পারে

একুশে সংবাদ প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৯ এপ্রিল, ২০২২
ছবি: একুশে সংবাদ

মঙ্গলবার (১৯ এপ্রিল) দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানায় দপ্তরটি।

কয়েকদিন আকাশে মেঘ রয়েছে মাঝে মাঝেই বয়ে যাচ্ছে দমকা বাতাস। তাই ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে বেশি গরম অনুভূত হচ্ছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। 


আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঢাকা ও টাংগাইল অঞ্চলসহ কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।


একুশে সংবাদ/জা/এইচ আই

পরিবেশ বিভাগের আরো খবর