সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গুমোট হাওয়া, হতে পারে শিলাবৃষ্টি 

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ৮ মার্চ, ২০২১

আজ সোমবারও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গার ওপর দিয়ে ঝড়ো বা দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল রবিবার কোথাও কোথাও বৃষ্টি হলেও তা পরিমাণের দিক থেকে ছিল খুবই কম। মধ্যরাত থেকে দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা হয়ে আছে। এ কারণে গুমোট ভাব তৈরি হয়েছে, যার ফলে গরম বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, গত কয়েক দিন ধরে দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা কোথাও কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের আকাশ এখন মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টি হলে এই গুমোট ভাব কমে আসবে। আজ দুপুরের পর কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গার ওপর দিয়ে ঝড়ো বা দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সোমবার (৮ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছিতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১৫ দশমিক ৮।

একুশেসংবাদ/অমৃ

পরিবেশ বিভাগের আরো খবর