সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঠাকুরগাঁওয়ে হঠাৎ বৃষ্টি

একুশে সংবাদ প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

চিরসুন্দর ঋতুরাজ বসন্তের ফাল্গুন শুরু হয়েছে। ফাল্গুনের ১৩তম  দিনে হঠাৎ করেই উত্তরা অঞ্চল ঠাকুরগাঁওয়ে ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি হয়েছে।

শুক্রবার ২৬শে ফেব্রুয়ারি সারাদিন আকাশ পরিস্কার ছিল। রাত্রী ৯টার সময় হঠাৎ বৃষ্টি নামে। বৃষ্টির পাশাপাশি বয়ে যায় দমকা হাওয়াও।

তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী না হলেও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন যায়গায় বেশ ঠাণ্ডা বাতাস বইছে।আকাশ এখনও কালো মেঘে ঢাকা। কিছুক্ষণ পর পর হালকা বাতাস বইছে।

এদিকে ফাল্গুনে এই হঠাৎ বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের পথচারীরা বিপাকে পড়েন। মাত্র ২০ মিনিটের বৃষ্টি কর্মজীবিদের কিছুটা হলেও দুর্ভোগের মধ্যেই ফেলে দেয়। জীবিকার প্রয়োজনে নিম্নআয়ের মানুষগুলো ঘরে ফেরার পথে বিপাকে পরেন। আরো অফিসগামী অনেককেই হঠাৎ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

একুশে সংবাদ/ র.কু.রা /এস

পরিবেশ বিভাগের আরো খবর