সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, সর্বোচ্চ সীতাকুণ্ডে

একুশে সংবাদ প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৫ জানুয়ারি, ২০২১

রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা সর্বশেষ আবহাওয়া বুলেটিনে জানানো হয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার (২৫ জানুয়ারি) প্রকাশ পাওয়া এই বিবৃতিতে জানানো হয়, তেতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (ডি. সে.) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

আর দেশের সর্বোচ্চ ২৭ দশমিক ২ ডি.সে. তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী এবং পটুয়াখালীর খেপুপাড়ায়। এমনটাই জানানো হয়েছে।
 
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বিগত কিছুদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে। সোমবার সেটি তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে। শ্রীমঙ্গলের থেকে কিছুটা কম। এমন অবস্থা আরও দু’দিন থাকবে। আগামী ২৭ বা ২৮ তারিখের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমবে।
 
এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
 
এদিকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডি.সে.। সোমবার সেটি নেমে এসেছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

একুশে সংবাদ/অমৃ

পরিবেশ বিভাগের আরো খবর