সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টানা এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: ১০:০২ এএম, ১৩ নভেম্বর, ২০২০

টানা ১ সপ্তাহ ধরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে দিন ও রাতে অনেকটাই ওঠা-নামা করছে তাপমাত্রা। এতে করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা ও কুয়াশা একটু বেশিই অনুভব হচ্ছে।

শুক্রবার ( ১৩ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুম ও সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত ১ সপ্তাহ ধরে দিন ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

একুশে সংবাদ/এআরএম

পরিবেশ বিভাগের আরো খবর