সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ড. হাছান মাহমুদের মাধ্যমে

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন চলচ্চিত্র শিল্পীরা

একুশে সংবাদ প্রকাশিত: ০৬:০৭ পিএম, ৬ জুলাই, ২০২১

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র শিল্পীরা ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট’ গঠনের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। দাবিটি লিখিত আকারে প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছিল। 

সম্প্রতি ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২১’- পাস হওয়ায় আজ মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের চলচ্চিত্র শিল্পীরা।

তারা মন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাপত্র হস্তান্তর করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল, চলচ্চিত্র অভিনেতা রুবেল, চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, চিত্রনায়িকা তমা মির্জা, মিষ্টি জান্নাত, ববি প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ জুলাই (শনিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত এবং চলচ্চিত্রশিল্পীদের বহুল প্রতীক্ষিত ‘চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন-২০২১’ জাতীয় সংসদে পাস হয়। 

একুশে সংবাদ/ আরিফ

বিনোদন বিভাগের আরো খবর