সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চলে গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম

একুশে সংবাদ প্রকাশিত: ১২:০৯ এএম, ৩ মার্চ, ২০২১
ফাইল ছবি

চলে গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম।  

এই সংগীতশিল্পীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

জহিরুল ইসলাম সোহেল জানান, গত মাসে করোনায় আক্রান্ত হন জানে আলম। চিকিৎসার করা পর তিনি সুস্থও হয়ে ওঠেন। পরে নিউমোনিয়ায় আক্রান্ত হন। এতে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আইসিইউতেই মারা যান তিনি।

শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। দেশ স্বাধীনের পর পরই তিনি গানের ভূবনে আসেন। জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা ৪ হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।

বিনোদন বিভাগের আরো খবর