সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গবেষকের তালিকায় স্থান নোবিপ্রবির ১১ শিক্ষক  

একুশে সংবাদ প্রকাশিত: ০২:১৬ পিএম, ১২ অক্টোবর, ২০২১

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১১জন শিক্ষক। সম্প্রতি বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১-এ স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির এসব শিক্ষক।

তালিকায় স্থানপ্রাপ্ত নোবিপ্রবির গবেষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদ সারোয়ার, সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল মমিন সিদ্দিক, অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ দাশ, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, অ্যাপ্লায়েড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিউল ইসলাম।

র‌্যাংকিয়ে  ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।

প্রসঙ্গত, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‌্যাংকিংটি প্রকাশ করেছে।

 

একুেশে সংবাদ /না/আ

শিক্ষা বিভাগের আরো খবর