সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এক মাস বর্ধিত করার দাবি ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১২ এপ্রিল, ২০২১

১১দফা দাবীতে ইস্কাটন রোড বোরাক টাওয়ার প্রবাসী কল্যান ভবনের সামনে আমরন অনশনের ডাক দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা। বক্তারা বলেন আমরা ১৬ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উক্তির্ণ হয়েছি। আর কিছু দিনের মধ্যে আমাদের ভাইভা হওয়ার কথা থাকলেও, করোনার কারনে ধাপে ধাপে পিছিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ। 

এমতাবস্থায় আমরা ৩য় গন বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাইলে চিরতরে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হওয়া থেকে পরিত্রান দেয়া।প্রয়োজনে ০৭ দিনের ভাইভা ভার্চুয়াল পদ্ধতিতে নেয়া। যেখানে ২০১৮ সাল পর্যন্ত ৩৫+ বিবেচনা রয়েছে, তাই মেয়াদ বর্ধিত করে ১৬ তমদের যুক্ত করা সহ ১১দফা দাবি করেন বক্তারা।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, এক মাস বর্ধিত করে ১৬ তমদের আবেদনের সুযোগ প্রদানের জন্য,বিনীত অনুরোধ করেন।


একুশে সংবাদ/রা/আ

শিক্ষা বিভাগের আরো খবর