সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কমেছে সয়াবিনের দাম

একুশে সংবাদ প্রকাশিত: ০৪:০৯ পিএম, ৩০ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী হয়েছে সয়াবিনের দর। বৃহস্পতিবার (৩০ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম কমেছে। হঠাৎ এ নিম্নমুখিতা তৈরি হয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

 

প্রতিবেদনে বলা হয়, সিবিওটিতে আগামী মে মাসের সয়াবিনের সরবরাহ মূল্য পড়েছে হাফ সেন্ট। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৪ ডলার ৭৬ সেন্টে। 

 

বিশ্লেষকরা বলছেন, আর্জেন্টিনায় তীব্র খরায় চলতি মৌসুমে সয়াবিন উৎপাদন ব্যাপক ব্যাহত হয়েছে। এতে ২৫ মিলিয়ন টন তেলবীজটি ঘরে তুলতে পারবে দেশটি। ফলে ১০ মিলিয়ন টন আমদানি করতে হবে তাদের। ২০২২ সালের চেয়ে যা অর্ধেকেরও বেশি। স্বাভাবিকভাবেই সেখান থেকে রপ্তানি কমবে।

 

তবে বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ব্রাজিলে রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপন্ন হয়েছে। বিশ্ববাজারে সরবরাহও বাড়িয়েছে দেশটি। ফলে তেলবীজটির দরপতন ঘটেছে।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর