সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বেসিক ব্যাংকের পাচার হওয়া অর্থ আনতে মালয়েশিয়া সরকারের সহযোগিতা চেয়েছ দুদক

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৬ নভেম্বর, ২০২২

বেসিক ব্যাংকের পাচার হওয়া অর্থ ফেরত আনতে মালয়েশিয়া সরকারের সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ তথ্য সম্বলিত প্রতিবেদন হাইকোর্টে এসেছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান।

 

শনিবার (২৬ নভেম্বর) আইনজীবী খুরশিদ আলম খান বলেন, বেসিক ব্যাংকের পাচার হওয়া অর্থ ফেরত আনা ও কিছু তথ্য উপাত্তের জন্য দুদক মালয়েশিয়া সরকারের সহযোগিতা চেয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন আমরা এফিডেফিট করেছি।

 

আগামী সোমবার (২৮ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ প্রতিবেদন দাখিল করা হবে।

 

এর আগে গত ৮ নভেম্বর বেসিক ব্যাংকের অর্থপাচারের মামলার আসামি মোহাম্মদ আলীসহ তিনজনের জামিন শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বলে যারা বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকা লুটপাট করেছে, পাচার করেছে তাদের ‘শ্যুট ডাউন’ করা উচিত।

 

আদালতে আসামির আইনজীবী আবুল হোসেন বলেন, ৫ বছর পার হয়ে গেলেও দুদক মামলায় চার্জশিট দিচ্ছে না। বিচারও শেষ হচ্ছে না।

 

তখন আদালত বলেন, অর্থপাচারকারীরা জাতির শত্রু। কেন এসব মামলার ট্রায়াল হবে না?

 

দুদককে প্রশ্ন রেখে বলেন, কেন চার্জশিট দিচ্ছেন না? অর্থ লুটপাট, পাচারের মামলার সামারি ট্রায়াল হওয়া উচিত।

 

একুশে সংবাদ.কম/চট/জাহাঙ্গীর

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর