সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাড়লো স্বর্ণের দাম

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৭ মে, ২০২২

 

বৈশ্বিক অর্থনৈতিক ও যুদ্ধ পরিস্থিতি এবং মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বাড়ার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরি প্রতি এক হাজার ৭৪৯ টাকা বাড়ানো হয়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

 

মঙ্গলবার (১৭ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়।

 

বুধবার (১৮ মে) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

নতুন মূল্য অনুসারে সবচেয়ে ভাল মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ২৬৫ টাকা করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে এক হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৭০৮ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে এক হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ৬৪ হাজার ৩৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫৩ হাজার ৩৬৩ টাকা করা হয়েছে।

 

একুশে সংবাদকম/জ.ন.জা.হা

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর