সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইভ্যালির ধামাকা অফার নিয়ে ওঠা অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২১

গ্রাহক স্বার্থ রক্ষায় মোবাইল ব্যাংকিং সেবায় এসএমপি বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে ই-কমার্সগুলো অরাজকতা সৃষ্টি করেছে। অথচ এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেনি। 

তিনি বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধামাকা অফার নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এখন শেষ পর্যায়ে। 

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মো. মফিজুল ইসলাম বলেন, ঈদ ধামাকা অফারে দেখলাম কম মূল্যে পণ্য বিক্রির অফার দেওয়া হয়েছিল। পরে এ বিষয়ে কমিশনে শুনানি শেষে ইভ্যালিকে তথ্য চেয়ে চিঠি দিলাম। চিঠির জবাবে তারা কিছু তথ্য দিল, কিছু দিল না। এরপর আমরা তাদের ধামাকা অফার বন্ধ করি। কিন্তু বিষয়টি সেভাবে মিডিয়া কভারেজ হলো না। সেদিন ওই ঘটনায় মিডিয়া কভারেজ হলে আজ পর্যন্ত হয়ত অনেকেই সচেতন হতে পারতেন।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত মৈত্র প্রমুখ।

একুশে সংবাদ/রাফি/বাবু

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর