সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

একুশে সংবাদ প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাগরদোলায় কিশোরীকে শ্লীলতাহানি ঘটনা ঘটেছে। এসময় প্রতিবাদ করায় কিশোরীর মা ও মামাকে মারধর করে বখাটেরা। এ ঘটনায় পুলিশ বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্বাচল ১ নম্বর সেক্টর নীলা মার্কেট এলাকায় ঘটে এ ঘটনা।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজধানীর খিলক্ষেত এলাকার আরাফাত হোসেন (১৮), নিশাত (২০) ও নাছির মিয়া (৪২)।

রূপগঞ্জ থানার ওসি (ইন্টিলিজেন্ট) জিল্লুর রহমান জানান, বিজয় দিবস উপলক্ষে শনিবার রাতে জয়পুরহাট সদর এলাকার এক কিশোরী তার পরিবার নিয়ে পূর্বাচল নীলা মার্কেট এলাকায় ঘুরতে আসেন। রাত সাড়ে ১২ টারদিকে ওই কিশোরী নাগরদোলায় চড়েন।

এসময় আরাফাত হোসেন নামে এক কিশোর তার পাশে বসে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলেন। একপর্যায়ে আরাফাত ওই কিশোরীর শ্লীলতাহানি করেন।

নাগরদোলা থেকে নেমে কিশোরী তার পরিবারকে ঘটনা জানালে, তারা আরাফাতকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আরাফাত, তার ভাই নিশাত ও বাবা নাছির কিশোরীর মা ও মামাকে পিটিয়ে রক্তাক্ত করেন।

রেলে নাশকতায় বিএনপির বহিষ্কৃত কাউন্সিলরসহ সাতজন গ্রেপ্তাররেলে নাশকতায় বিএনপির বহিষ্কৃত কাউন্সিলরসহ সাতজন গ্রেপ্তার

পরে পুলিশকে ঘটনা জানালে রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

রোববার দুপুরে গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।


একুশে সংবাদ/এএইচবি/জাহা

অপরাধ বিভাগের আরো খবর