সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভুয়া নিয়োগপত্র দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত সে

একুশে সংবাদ প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৯ নভেম্বর, ২০২২

জয়পুরহাটে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহিনুর ইসলামকে (৩৩) আটক করেছে র‌্যাবের সদস্যরা।

 

সোমবার (২৮ নভেম্বর) রাতে জেলা শহরের পাসপোর্ট অফিস চত্ত্বর থেকে তাকে আটক করা হয়।

 

আটক শাহিনুর ইসলাম নওগাঁর ধামইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

 

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান বলেন, চার-পাঁচ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা শাহিনুর ইসলাম। ২০১৬ সাল থেকে তারা দরিদ্র জনগণের সাথে প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে। এ সিন্ডিকেট অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে থাকেন। কখনো বা ভূয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। 

 

তিনি বলেন, কয়েকদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে গ্রেফতারকৃত আসামী শাহিনুর ইসলাম একজন প্রার্থীর সাথে যোগাযোগ করে চাকরি দেওয়ার জন্য অবৈধভাবে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং ভূয়া নিয়োগপত্র প্রদান করেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে ভুয়া নিয়োগপত্রসহ তাকে আটক করা হয়।

 

অভিযুক্ত শাহিনুর ইসলামের বিরুদ্ধে জয়পুরহাট থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

একুশে সংবাদ/মা.র.প্রতি/পলাশ

অপরাধ বিভাগের আরো খবর