সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার 

একুশে সংবাদ প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৭ জানুয়ারি, ২০২২
ছবি: একুশে সংবাদ

বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ ঘুমধুম বিওপি কর্তৃক দুই কোটি চল্লিশ লক্ষ টাকা মূল্যের ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

২৭ জানুয়ারি ২০২২ তারিখ বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। 

উক্ত সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল আনুমানিক রাত ১ টায় কয়েকজন ইয়াবা ব্যবসায়ীকে পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। 


এমতাবস্থায় টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করতঃ তাদের জান-মাল,অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।  অতঃপর টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে আশি হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য দুই কোটি চল্লিশ লক্ষ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাসের মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
 
এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক চৌদ্দ কোটি পঁচানব্বই লক্ষ পয়ষট্রি হাজার টাকা মূল্যমানের  ৪,৯৮,৫৫০ পিস বার্মিজ ইয়াবা এবং পঁচিশ কোটি টাকা মূল্যের ৫ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট উনচল্লিশ কোটি পঁচানব্বই লক্ষ পয়ষট্টি হাজার)টাকা মূল্যমানের মাদকদ্রব্য এবং ৭ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

একুশে সংবাদ/বেলাল দেওয়ান/এইচ আই

অপরাধ বিভাগের আরো খবর