সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কৃষকের ধান কেটে দিল ইসলামী যুব আন্দোলন

একুশে সংবাদ প্রকাশিত: ০২:০০ পিএম, ১ মে, ২০২৪

তীব্র গরমে ধান ঘরে তুলতে যখন কৃষকরা অসহায় হয়ে পড়েছেন, আবার কোথাও কৃষকের ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু হচ্ছে তখন বসে নেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঘোড়াশাল পৌর শাখার নেতৃবৃন্দ। 

বুধবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র গরমের মাঝেও নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার করতৈতেল গ্রামের হাবিবুল্লাহ নামে এক কৃষকের জমির ধান কেটে দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। এতে খুশি হয়েছেন ওই কৃষক।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঘোড়াশাল পৌর শাখার মো: আলমগীর হোসেন জানান, মহান মে দিবস কে উপলক্ষ্য করে অসহায় কৃষকের ধান আজ আমরা কেটে দিলাম। তীব্র গরমে এলাকার অসহায় কৃষকদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমরা মনে করি কৃষক বাঁচলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। মানুষের হাসিতে আমরা সুখ খুঁজতে চাই।

 

একুশে সংবাদ/বিএইচ


 

সারাবাংলা বিভাগের আরো খবর