সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘোড়াঘাটে ২১ জনের মনোনয়নপত্র বৈধ, ১ জনের বাতিল

একুশে সংবাদ প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪

আগামী ৮ মে প্রথম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ নিবার্চন। আর এই নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের পর যাচাই-বাছাইয়ে ২১ জনের প্রার্থীতা বৈধ ঘোষনা করেছেন নির্বাচন কমিশন ও সেই সাথে ঋণ খেলাপির জন্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শিবু কিস্কুর মনোনয়ন বাতিল করেছেন।

বুধবার সকালে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিনিয়র জেলা নিবার্চন অফিসার ও রিটার্নিং অফিসার মো.কামরুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা চেয়ারম্যান পদে ৫ মনোনয়নপত্র দাখিল করেন তাদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তারা হলেন, কাজী শুভ রহমান চৌধুরী, শাহ মো. শামীম হোসেন চৌধুরী মো.সারওয়ার হোসেন মো. রবিউল ইসলাম ও মো. তৌহিদুল ইসলাম সরকার।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য যে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মোট ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জেলা ও উপজেলা নিবার্চন অফিসে দাখিল করে ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সারাবাংলা বিভাগের আরো খবর